নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশিক হোসেন নামে এক যুবক নিহত হয়েছে।

 

রবিবার (২০ আগস্ট) রাত ১০ টার দিকে খামার নাচকৈড় এলাকার জালাল উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আশিক হোসেন উপজেলার খামার নাচকৈড় এলাকার নজরুল ইসলামের ছেলে।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মোহম্মদ সায়দুজ্জামান ও স্থানীয়রা জানান, খামার নাচকৈড় এলাকার জালাল উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী অলি আহমেদের বাড়িতে মাদক ব্যবসার টাকার ভাগ নিতে যায় আশিক। এ সময় তাদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে জালাল উদ্দিন ও তার ছেলে অলি আহমেদ ধালালো অস্ত্র দিয়ে আশিককে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় আশিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় আশিক হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আশিকের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে জালাল উদ্দিন ও তার ছেলে অলি আহমেদ পলাতক রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২১, ২০১৭)