নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় চোর সন্দেহে হেলাল উদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
সোমবার (২১ আগস্ট) দুপুরে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হেলাল উপজেলার কোলা ইউনিয়নের কয়রা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/একেএ/কেএনইউ/আগস্ট ২১, ২০১৭)