বাসায় ফিরলেন আহত পুলিশ কর্মকর্তা রাহুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জুরাইনে সন্ত্রাসীদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের (পশ্চিম) জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারীকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
সোমবার (২১ আগস্ট) বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে অন্য পুলিশ কর্মকর্তা ও স্বজনরা বাসায় নিয়ে যান।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, জুরাইনে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুই দফা অস্ত্রোপচার শেষে পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাকে। সেখান থেকে কেবিন ব্লকে রাখা হয়েছিল তাকে।
চিকিৎসা শেষে সোমবার রাহুল পাটোয়ারীকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃকপক্ষ। এরপর হাসপাতাল থেকে বাসায় উদ্দ্যেশে নিয়ে যাওয়া হয় তাকে। ঢামেস হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. জেসমিন নাহার জানান, গুলিবিদ্ধ রাহুল পাটোয়ারী সম্পূর্ণ সুস্থ। তাকে ছুটি দেওয়া হয়েছে।
১২ আগস্ট রাতে জুরাইনে আস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছিলেন রাহুল পাটোয়ারি।
(দ্য রিপোর্ট/আরএস/কেআই/আগস্ট ২১, ২০১৭)