সাভারে তুচ্ছ ঘটনায় কলেজছাত্র নিহত
সাভার প্রতিনিধি : সাভার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র হাসান নিহত হয়েছেন।
নিহত কলেজছাত্র হাসান আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকার হারুন-উর-রশিদের ছেলে। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখার প্রথম বর্ষে পড়ত।
সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির দ্য রিপোর্টকে বলেন, ওই কলেজছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
নিহত হাসানের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে তারা পাঁচ বন্ধু মিলে সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজগেট এলাকায় বেড়াতে যায়। এ সময় সেখানে হাসানের পরিচিত এক যুবকের সঙ্গে তাদের দেখা হয়। ওই যুবক আগের কোনো একটি বিষয় নিয়ে হাসানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সেখানে আরো কয়েকজন যুবক আসে। এর পর তারা মারামারি শুরু করে। এতে হাসান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসান মারা যায়।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২২, ২০১৭)