দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নায়করাজ রাজ্জাকের মরদেহ আজ মঙ্গলবার(২২ আগস্ট) সকাল সোয়া ১১টায় এফডিসিতে নিয়ে আসা হয়। এ সময় চলচ্চিত্রের মানুষের নায়করাজের মরদেহে ফুলেল শ্রদ্ধা ও অশ্রুসিক্ত বিদায় জানান। বেলা পৌনে ১২টায় এফডিসিতে জানাজা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়াহয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের জনগণ প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে।

নায়করাজ রাজ্জাক গতকাল সোমবার(২১ আগস্ট) বিকেলে ঢাকার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এফডিসিতে নায়করাজকে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আলমগীর, পরিচালক মনতাজুর রহমান আকবর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, পরিচালক মোরশেদুল ইসলাম, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক শাকিব খান, আমিন খান, ফেরদৌস, জাবেদ, জায়েদ খান, রুবেল, ওমর সানী, শাহল আলম কিরণ, খসরু প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/আগস্ট ২২, ২০১৭)