দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান অভিভাবক বলে মানতেন নায়করাজ রাজ্জাককে। বিভিন্ন সময় তার কাছে ছুটে গেছেন পরামর্শ নিতে। রাজ্জাকের মৃত্যুতে শাকিব অভিভাবকহীন হয়ে পড়েছেন। ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব এমনটাই জানালেন। গতকাল সোমবার রাজ্জাকের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই মরদেহের সঙ্গে রয়েছেন শাকিব।

সিনেমার অনেক অগ্রজ অভিনেতা মারা গেলেও শাকিবকে খুব কমই দেখা গেছে শ্রদ্ধানুষ্ঠানে। এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে শাকিবকে। চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি থাকাকালীনও শাকিব অগ্রজ অভিনেতাদের শ্রদ্ধানুষ্ঠানে অংশ নিতেন না। কিন্তু এবার ব্যতিক্রম।

নায়করাজের মৃত্যু খবর শোনার পর গতকাল সন্ধ্যায় ছুটে যান হাসপাতালে। আজ মঙ্গলবার সকালে এফডিসিতে রাজ্জাকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এমনকি দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারেও রাজ্জাকের মরদেহের পাশে ছিলেন শাকিব।

শাকিব খান বলেন, ‘নায়করাজ রাজ্জাকের সঙ্গে আমার শুধু চলচ্চিত্রের সম্পর্ক ছিলো না। তিনি আমার অভিভাবক ছিলেন। আমাকে আগলে রাখতেন। আমার সকল বিষয়ে তার সঙ্গে পরামর্শ করেছি। তিনি আমাকে ভালো পরামর্শ দিয়েছেন। নায়করাজের মৃত্যুতে আমি অভিভাবক হারালাম।’

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/আগস্ট ২২, ২০১৭)