৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : এরশাদ
নীলফামারী প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আগামি নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে জাতীয় পাটিকেই বেছে নিবে জনগন। জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই প্রার্থী দিবে জাতীয় পার্টি। আর সেই পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে।’
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুর যাওয়ার পথে জেলার সৈয়দপুরের কামারপুকুর কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার আহবায়ক আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল দিদার দিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, ‘আগামি নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। বর্তমান সরকার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে আর বিএনপি ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। তাই জাপা ছাড়া কোনো বিকল্প নেই।’
রাষ্ট্রপতি থাকা অবস্থায় পানি মাড়িয়ে বন্যার্ত মানুষের ত্রাণ বিতরণ করেছেন। দেশের মানুষ তা ভুলে যায়নি বলে দাবি করেন তিনি।
বন্যা কবলিত এলাকায় ত্রাণ অপ্রতুল অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারকে বন্যা কবলিত মানুষের ত্রাণের পাশাপাশি তাদের পূণর্বাসন করতে হবে। ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনে।’
অনুষ্ঠানে বন্যার্ত ১ হাজার পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, আলু ৩ কেজি, মসুর ডাল ১ কেজি, নারীদের শাড়ি ও পুরুষদের মাঝে লুঙ্গি বিতরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ।
(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২২, ২০১৭)