কুষ্টিয়ান প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস থেকে ৭টি ককটেল বোমা, জিহাদী বই ও কয়েকটি মোবাইল সিমসহ চারজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ বলছে, আটকের সময় তারা ক্যাম্পাসে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইবি ক্যাফেটেরিয়ার মাঠে একদল নাশকতাকারী সমাবেত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজন নাশকতাকারীকে আটক করে।

পরে তাদের দেহ ও আশেপাশের এলাকায় তল্লাশী চালিয়ে ৭টি ককটেল বোমা, কিছু জিহাদী বই, কয়েকটি মোবাইলে সিম ও মোবাইল সেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ দ্য রিপোর্টকে জানান, আটকৃতদের মধ্যে চুয়াডাঙ্গার বড় শলুকা গ্রামের আবু বক্করের ছেলে রেদউন-উল হাসান (২০) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকী তিনজন বহিরাগত। এরা হলো, ঝিনাইদহের ফুলবাড়িয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আবু ইশা (২০), চুয়াডাঙ্গার কুলিয়া চাদপুর গ্রামের জলিলের ছেলে শামসদ্দিন (২১) ও চুয়াডাঙ্গার মারুক চাড়োয়াই এলাকার মোজাম্মেলের ছেলে আবু সায়েদ (২০)।

ওসি জানান, আমরা সন্দেহ করছি এরা সবাই ছাত্র শিবিরের কর্মী।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৩, ২০১৭)