ভারতের উত্তর প্রদেশে ফের ট্রেন লাইনচ্যুত, আহত ৭০
দ্য রিপোর্ট ডেস্ক : চার দিনের ব্যবধানে ভারতের উত্তর প্রদেশে আবারো ট্রেন লাইনচ্যুতর ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৭০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়ে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মঙ্গলবাবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে উত্তর প্রদেশের অরাইজা জেলায় এ দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়, উত্তর প্রদেশের অরাইজা জেলায় কৈফিয়ত এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ৭০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার উত্তর প্রদেশের মোজাফফরনগরে উতকাল এক্সপ্রেস নামের ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়ে ২৩ জন নিহত এবং দেড় শতাধিক যাত্রী আহত হন। এর চার দিন পর একই প্রদেশে ফের ট্রেন লাইনচ্যুত হলো।
একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হওয়ায় ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভূ এক টুইটে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর রাখছেন।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২২, ২০১৭)