দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থা থেকে পলাতক আসামি সুজনকে (২৬) ধামরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ধামরাই এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর কবির আরও জানান, আসামি সুজনের পাহারায় ছিল কারারক্ষী আলামিন ও সুজন। ওই দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তাদের ইনচার্জ কারারক্ষী একলাস উদ্দিনের বিরুদ্ধে জেলকোড অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়েছে। আসামি সুজন ঢাকা জেলার ধামরাই থানার মাদক মামলার আসামি ছিল। আসামির পায়ে সমস্যার কারণে মঙ্গলবার দুপুরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ৪ তলায় ভর্তি করা হয়।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আসামি সুজন পালিয়ে যায়।

সকালে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া দ্য রিপোর্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারারক্ষী আলামিন ও সুজন হাজতি সুজনের পাহারায় ছিল। মঙ্গলবার বিকেলে সুজন অসুস্থ হলে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বুধবার সকালে সে পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এসআর/এনটি/এনআই/আগস্ট ২৩, ২০১৭)