দ্য রিপোর্ট প্রতিবেদক : নায়করাজ রাজ্জাকের দাফনে এসে কেঁদে ফেললেন নায়ক শাকিব খান। এ সময় ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব বলেন, ‘নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রে কি এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে। শুধু বাংলাদেশ নয়, সমস্ত বাঙালিরা জানে। উর্দু-হিন্দী সিনেমার দাপটে যখন বাংলা সিনেমা ডুবতে বসেছিলো তখন রাজ্জাকের সিনেমা দিয়েই কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র মাথা তুলে দাঁড়িয়েছে।’

বুধবার (২৩ আগস্ট) সকালে বনানীর করবস্থানে নায়করাজ রাজ্জাককে দাফন করা হয়।

শাকিব আরও বলেন, ‘আমি ছিলাম তার সন্তানের মতো। তার পরিবারের সবাই জানতো, তিনি আমার কতোটা কাছের ছিলেন। তিনি আমাকে কতোটা আদর করতেন। আমি ছিলাম তার পরিবারেই একজন। আমার সকল সুখের সময় দোয়া করেছেন, দুঃখের সময় তিনি আমার পাশে ছিলেন। আমাকে সাহস যুগিয়েছেন। আমাকে পরামর্শ দিয়েছেন। সম্রাটের কাছ থেকে যখন আমি এই খবর শুনি তখন বাকরুদ্ধ হয়ে যাই।’

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ এর অনুষ্ঠানে রাজ্জাকের পা ছুঁয়ে সালাম করেন শাকিব। সেই স্মৃতি মনে করে শাকিব বলেন, ‘শেষবার তার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তার সঙ্গে আমার দেখা হয়েছিলো। সেদিন আমাকে তিনি কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো আমার সারাজীবনের শিক্ষা হয়ে থাকবে।’

‘রাজ্জাক আংকেল কাউকে কখনো ফিরিয়ে দিতেন না। চলচ্চিত্র শিল্পের যে কোন মানুষ, যে কোন সময় তার কাছে আসতো তার দরজা সব সময় খোলা থাকতো। সবাই দোয়া করবেন, ওপারেও যেন তিনি রাজ হয়েই থাকেন।’

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/এনআই/আগস্ট ২৩, ২০১৭)