দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে গাড়িচাপায় আমির হোসেন (৪০) নামের এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমির হোসেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বড় গোপালদি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। বর্তমানে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পেছনে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রেশমা আক্তার জানান, মাতুয়াইল ওভারব্রিজের নিচে তাদের একটা খাবার হোটেল আছে। রাতে মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় গুরুতর আহত হয় আমির। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এনটি/এনআই/আগস্ট ২৪, ২০১৭)