রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটানায় মোহাম্মদপুর ও মুগদায় অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি মরদেহই গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার (২৩ আগস্ট) রাত ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন মিনারা মসজিদ পার্কের একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাতনামা (২৫) যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিলো নীল রঙের শার্ট ও জিন্স প্যান্ট।
এদিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী দ্য রিপোর্টকে জানান, মুগদা উত্তর মনিক নগর এলাকার একটি বাসার পাশের আম গাছের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাতনামা (২৪) যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে বুধবার রাত ১১ টা থেকে ভোর ৬টার মধ্যে সে গলায় ফাঁস লাগিয়েছে।
তিনি আরো জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ২৪, ২০১৭)