প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় সাক্ষীদের জেরার দিন ধার্য
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় সাক্ষীদের জেরা করার জন্য আগামি ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আসামীদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেয়ারবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার মামলাটির পরবর্তী শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন শুনানিতে আসামীদের আইনজীবী সাক্ষীদের জেরা করার জন্য সময় আবেদন করেন। এর আলোকে আদালত সময় মঞ্জুর করে এবং ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
এ মামলাটিতে জেরা করার জন্য আদালত মোট ৭ জন সাক্ষীর মধ্যে ৪ জনকে সমন জারি করেছেন। এরা হলেন- আমিরুল হক চৌধুরী, প্রফেসর জহিরুল হক, মনির উদ্দিন আহমেদ ও মো. রূহুল খালেক। আগামি ২৪ সেপ্টেম্বর তাদের আদালতে উপস্থিত হওয়ার জন্য এই সমন জারি করা হয়েছে।
এদিকে সাক্ষী এম.এ রশীদ খানকে অনেক আগেই আসামীপক্ষের আইনজীবীরা জেরা করেছেন। আর পরবর্তী সময়ে অপর ২ সাক্ষী দেলোয়ার হোসেন ও মুন্সী এনামুল হককে জেরা করা হবে।
এর আগে শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনালে মামলটির বিচারকার্য পরিচালনার জন্য ২৪ জুলাই পূর্বনির্ধারিত থাকলেও ওইদিন আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত হয়নি। এতে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছিলেন ট্রাইব্যুনালের বিচারক। যা পরবর্তীতে ৯ আগস্ট আসামিরা ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। এর আলোকে বিচারক তা মঞ্জুর করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ রানা খান বলেন, ‘এ মামলায় অভিযুক্ত আনু জায়গীরদার এবং মশিউর রহমানের আইনজীবী সাক্ষীদের জেরা করার জন্য সময় আবেদন করে। তা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। এ ছাড়া মামলাটির বিচার কাজ পরিচালনার জন্য আগামি ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।’
এদিন ট্রাইবুন্যালে আসামীদের পক্ষে আইনজীবী হিসেবে মোঃ মহসীন রশীদ ও আব্দুল কাদের মোল্লা উপস্থিত ছিলেন।
এ মামলার আসামিরা ছিলেন- প্রিমিয়াম সিকিউরিটিজসহ প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী, পরিচালক সাঈদ এইচ চৌধুরী ও আনু জায়গীরদার এবং ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। এরইমধ্যে চলতি বছরের ২৩ এপ্রিল র্যাংগস গ্রুপের কর্ণধার এম এ রউফ চৌধুরী ও এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী বেকসুর খালাস পেয়েছেন।
অন্যদিকে এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে আসামি মশিউর রহমান ও আনু জায়গীরদারের বিচারকাজ বন্ধ ছিল। যা গত ২ মে পর্যন্ত কার্যকরী ছিল। এরপরে মশিউর রহমান ও আনু জায়গীরদারের বিচার কাজ আবার শুরু হয়।
এই মামলায় মশিউর রহমান ও আনু জায়গীরদারের বিচার কাজে দুই দফায় ৬ মাস করে এক বছরের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। প্রথমবার ২০১৬ সালের ১৭ এপ্রিল এ বিচারকাজে ৬ মাসের স্থগিতাদেশ দেয়া হয়। স্থগিতাদেশের মেয়াদ শেষে ২৯ নভেম্বর দ্বিতীয়বারের মতো ৬ মাসের স্থগিতাদেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা প্রিমিয়াম সিকিউরিটিজের নামে ১৯৯৬ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। এ সময়ে তারা মিতা টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বাটা সুজ ও বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন করেন। প্রতিষ্ঠানটি ওই সময়ে মোট ১২৪ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন করে। এর মধ্যে প্রতিষ্ঠানটি শুধু ফরেন ডেলিভারি ভার্সেস পেমেন্টের (ডিভিপি) মাধ্যমে ৮৫ লাখ টাকা লেনদেন করে।
এ সময় এক নম্বর আসামি প্রিমিয়াম সিকিউরিটিজ ওই সময়ে ২১ লাখ ৪৩ হাজার ৬৩টি শেয়ার বিক্রি করে, যার মূল্য ছিল ৬৮ কোটি ৩১ লাখ টাকা।
স্টক এক্সচেঞ্জের রেকর্ড মোতাবেক আসামিরা এসিআই লিমিটেডের ১ লাখ ৬৪ হাজার ৮১৯টি শেয়ার বিক্রি করেন। অথচ ব্যাংক রেকর্ড অনুযায়ী শেয়ার বিক্রির পরিমাণ ২ লাখ ৩৪ হাজার ৫৩৮টি, যার মধ্যে ফরেন ডিভিপির মাধ্যমে লেনদেন অনিষ্পত্তি হওয়া শেয়ারের পরিমাণ ছিল ৮ কোটি ৪৭ লাখ টাকা।
একইভাবে আসামিরা ডিভিপির মাধ্যম ছাড়াও স্থানীয়ভাবে শেয়ারের অন্যতম ক্রেতা-বিক্রেতা ছিলেন। আসামিরা ওই সময়ের মধ্যে বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ২৪ হাজার ৭৯৫টি শেয়ার বিক্রি করেন। এর মধ্যে ডিভিপির মাধ্যমে ৯ লাখ ৯৮ হাজার ৭০০টি শেয়ার বিক্রি করেন। আর এখানেও অনিষ্পত্তি হওয়া শেয়ার ছিল ১ লাখ ১ হাজার ৫০০টি। এ সব ফরেন ডিভিপির মাধ্যমে লেনদেন নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠানটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইন্দোসুয়েজ ব্যাংক ব্যবহার করত। আসামিদের এ ধরনের কার্যকলাপ সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি, অপকার ও অনিষ্ট করেছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ-১৯৬৯ এর ২১ ধারা বলে গঠিত তদন্ত কমিটি ১৯৯৭ সালের ২৭ মার্চ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে আসামিরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ-১৯৬৯ এর ১৭ ধারার ই (২) বিধান লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের ২৪ ধারার অধীনে আসামিদের শাস্তি দেয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
(দ্য রিপোর্ট/আরএ/আগস্ট ২৪, ২০১৭)