নারায়ণগঞ্জ প্রতিনিধি : আলোচিত সাত খুন মামলা পরিচালনাকারী নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে (১৮) হত্যার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এতে ৪ জনকে আসামী করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সেলিনা ওয়াজেদ মিনু বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই মামলাটি দায়ের করেন।

মামলায় অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামী করা হয়েছে। যাদের বিরুদ্ধে অপহরণ ও হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সদর মডেল থানার ওসি শাহিন পারভেজ জানান, আদালতের পিপি ওয়াজেদ আলী খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে।

প্রাপ্তি নারায়ণগঞ্জ চ্যাঞ্জেস স্কুলের ও লেভেলের ছাত্রী। শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাবের পশ্চিম পাশে হাজী মঞ্জিলে তৌহিদুল ইসলামের কোচিং সেন্টার হতে বিকেল ৬টায় বের হওয়ার পর পূর্ব থেকে ওৎপেতে থাকা টাই স্যুট পরিহিত ৫০ থেকে ৫৫ বছরে একজন ব্যক্তি নিজেকে পিপি ওয়াজেদ আলী খোকনের বন্ধু পরিচয় দেয়। পরে সাত খুনের ঘটনার বিষয়ে প্রাপ্তিকে তার বাবা ভাল কাজ করেছে এই কথা বলে মিষ্টি জাতীয় খাবার (সাথে বিশ মেশানো ছিল) জোরপূর্বক খাওয়ানোর চেষ্টা করে। একপর্যায়ে জোরপূর্বক কিছুটা খাওয়ানোর পর প্রাপ্তি দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তখন তার পাশে ছুটে সেই বৃদ্ধা। পরে রাস্তায় থাকা প্রাইভেটকারে উঠে পালিয়ে যায়। মাইশাকে প্রথমে শহরের খানপুরে ৩শ শয্যা হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে রাতে বাসায় আনা হয় মাইশাকে।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২৪, ২০১৭)