কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া মাঠের তিন রাস্তার মোড়ে বটতলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি’র সদস্য আরমান আলী (৪২) নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩টি ধারাল চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান দ্য রিপোর্টকে জানান, শুক্রবার রাত ৩টার দিকে একদল দুস্কৃতিকারী নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের বটতলায় গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে নব্য জেএমবি’র সদস্য আরমান আলী গুলিবিদ্ধ হলে অপর সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশের সুরতহাল শেষে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) হারান চন্দ্র নিহতের নাম জঙ্গি আরমান আলী বলে নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী ‘বন্দুকযদ্ধে’ এসআই মো: শরিফুল ইসলাম, এএসআই সুব্রত সাহা, কনষ্টেবল মো: সজিব আহমেদ ও মো: নওশাদ আলী আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত জঙ্গী আরমান আলী গত ১ জুলাই ভেড়ামারার জঙ্গি আস্তানায় (একটি বাড়ী) ‘টেপিট পাঞ্চ’ বিশেষ অভিযানে গ্রেফতারকৃত নারী জঙ্গি টলি আরা খাতুনের দ্বিতীয় স্বামী। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে নিহত আরমান আলী পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৫, ২০১৭)