দ্য রিপোর্ট প্রতিবেদক : নায়করাজ রাজ্জাকের দাফন শেষে চিত্রনায়ক শাকিব খান ও জায়েদ খান একে অপরকে জড়িয়ে ধরেন।  গতকাল ২৩ আগস্ট বুধবার সকালে বনানী কবরস্থানে নায়করাজকে দাফন করে ফেরার পথে শাকিবকে ডেকে বাপ্পারাজ বললেন, ‘জায়েদকে বুকে নাও।’

এ সময় জায়েদ খানকে জড়িয়ে ধরে শাকিব বললেন, ‘জায়েদ তো আমার ছোট ভাই।’ এ সময় তাদের পাশে ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। বিষয়টিকে ঢাকাই সিনেমার জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকেই।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং নানা ঘটনায় শাকিব ও জায়েদ একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বনানীতে এই জড়িয়ে ধরাকে ইতিবাচক মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

(দ্য রিপোর্ট/পিএস/আগস্ট ২৪, ২০১৭)