ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতুপর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী সাধারণের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, সকালে মহাসড়কের হাতিয়া, এলেঙ্গা, পোংলী ব্রিজ ও করটিয়াসহ কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা এবং গাড়ী বিকল হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, সকালে যানজটের মাত্রা তীব্র থাকলেও এখন কিছু এলাকায় খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হলেও যানবাহন থেমে নেই।
(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ২৫, ২০১৭)