যশোরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত
বেনাপোল প্রতিনিধি : যশোরের নাভারণে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে অঞ্জন (৪৫) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৫ আগস্ট) সকালে যশোর-বেনাপোল সড়কে এ ঘটনা ঘটেছে।
নিহত অঞ্জন ভারতের বনগাঁ থানার কালীতলা গ্রামের নিতাই কুমারের ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আফজাল হোসেন জানান, যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্য ছেড়ে আসা একটি লোকাল বাসের সাথে বেনাপোল থেকে ভারতীয় নাগরিক নিয়ে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ভারতীয় নাগরিক অঞ্জন মারা যায়। আর বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন আহত হন। আহতদের নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ২৫, ২০১৭)