টাঙ্গাইলে বন্যায় মৎসচাষে ক্ষতি সাড়ে ৬ কোটি টাকা
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে যমুনাসহ স্থানীয় নদীর পানি কমতে শুরু করেছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে বন্যায় ক্ষয়-ক্ষতির পরিমাণ। এখনো যমুনা নদীর পানি টাঙ্গাইল অংশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইলে ২য় দফা বন্যায় মৎস চাষে অন্তত দুই শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এতে করে জেলার ৯টি উপজেলায় সাড়ে ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বন্যার পানিতে পুকুরের মাছ ভেসে চাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মৎসচাষীরা। পুকুরের মাছ ভেসে যাওয়ায় ব্যাংক লোন মওকুফের দাবি জানিয়েছেন তারা। বন্যায় সব হারিয়ে একেবারেই দিশেহারা হয়ে পড়েছে এ অঞ্চলের মৎসচাষীরা।
জেলা মৎস কর্মকর্তা লুৎফর রহমান জানান, জেলার ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার দুই শতাধিক পুকুরের মাছ ভেসে গিয়ে অন্তত সাড়ে ৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা করে সার্বিক সহযোগিতা করা হবে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ২৫, ২০১৭)