দ্য রিপোর্ট প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী অপি করিম হজে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এ যাত্রায় অপির সফরসঙ্গী তার বাবা-মা। বিষয়টি নিশ্চিত করেছেন অপি করিমের স্বামী এনামুল করিম নির্ঝর।

বেশ কিছুদিন ধরেই মিডিয়ার কাজ কমিয়ে দিয়েছেন অপি। সংসার ও শিক্ষকতা নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী। মাঝে দু-একটি টিভি নাটক ও উপস্থাপনায় দেখা গেছে। কয়েক মাস আগে মঞ্চে নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে ‘নাম গোত্রহীন’ নাটকের অভিনয় করেছেন।

(দ্য রিপোর্ট/পিএস/আগস্ট ২৫, ২০১৭)