দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমরা শান্তি চাই। আপনারা শান্তি চাইলে আলোচনায় আসুন।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার বিকেলে মহানগর বিএনপির এক আলোচনা সভায় ভিডিও ধারণকৃত বক্তব্যে এ কথা বলেন তিনি।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মহানগর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

খালেদা জিয়া বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে আলোচনায় বসতে রাজি হলে আমরা আন্দোলন করবো না। আপনি (শেখ হাসিনা) দেশের মানুষের কথা মানছেন না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আসুন। আলোচনার পথ এখনো খোলা।’

তিনি অভিযোগ করেন, ‘আমি যখনই আলোচনার কথা বলেছি, আপনারা কোনো না কোনো অজুহাত দেখিয়েছেন। আমরা বিরোধীদল হয়েও বার বার আলোচনার আহবান জানিয়েছি। কিন্তু আপনারা আলোচনায় আসতে চান না।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, শেখ হাসিনার অধীনে কখনোই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সর্বদলীয় সরকারের নামে তিনি নিজদলের মানুষকে সামনে রেখে নির্বাচন করতে চাচ্ছেন। দেশের সম্পদ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রশাসনও আপনাদের কথা মানছেন। এসব কর্মকাণ্ড থেকেই বোঝা যায়, তার (প্রধানমন্ত্রী) অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।’

জনগণের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘এ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ পন্থায় আন্দোলন চালিয়ে যেতে হবে।’ এ সময় হত্যা, নির্যাতন, নিপীড়নের পথ পরিহারের জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কমিশন সরকারের আজ্ঞাবহ ক্যাডারের মতো, শুধু সরকারের কথা শোনে।’

ফোনালাপের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শেখ হাসিনা গোপনে ফোনালাপ রেকর্ড করে তা গণমাধ্যমে প্রচার করেছেন। তিনি (হাসিনা) প্রচার করার আগে আমার অনুমতি নেননি, এটা অন্যায়।’

(দিরিপোর্ট২৪/এম/এসবি/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)