কুষ্টিয়ায় খালে ডুবে তিন বোনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুরে নানার বাড়ী বেড়াতে গিয়ে খালে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, চরসাদীপুর গ্রামের মো. শফির মেয়ে মরিয়ম (৮) ও মরিয়মের ২ খালাতো বোন কুমারখালী উপজেলার কয়া গ্রামের সাইদুল ইসলামের বড় মেয়ে ছালমা (৬) ও ছোট মেয়ে লাবনী (৪)।
চরসাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চরসাদীপুর গ্রামের পদ্মা নদীর কোল ঘেষা খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় এ তিন বোন। এরপর বাড়ীর লোকজন ও এলাকাবাসী ঐ খালে খোঁজা-খুঁজির এক ঘন্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করে।
মৃত ছালমা ও লাবণী বৃহস্পতিবার তাদের নানা মো. ইউনুস আলীর বাড়ী চরসাদীপুরে বেড়াতে গিয়েছিল। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২৫, ২০১৭)