টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল করেছ ধীর গতিতে। একটু পর পর যানবাহন থেমে থাকছে। শত শত গরু ভর্তি ট্রাক আটকা পড়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালীয়াকৈর ওভারব্রিজ এলাকায় একটি রডভর্তি ট্রাক বিকল হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত ২টার পর বিকল ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিলে ফের যান চলাচল শুরু হয়। তবে একটু পর পর যানবাহন থেমে থাকছে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার সাংবাদিকদের জানান, যানজটে গাড়ি একেবারে থেমে নেই। তবে ধীর গতিতে গাড়ি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/আগস্ট ২৬, ২০১৭)