কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে দৌলতপুর-থানা মোড় সড়কের তারাগুনিয়া মণ্ডলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরিয়ান তারাগুনিয়া মণ্ডলপাড়ার ওমান প্রবাসী শরিফ উদ্দিনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যালো ইঞ্জিন চালিত দ্রুতগামী অবৈধ তিন চাকার নসিমন পরিবহন গরু বোঝাই করে মিরপুর যাচ্ছিল। গাড়িটি দৌলতপুর-থানা মোড় সড়কের তারাগুনিয়া মণ্ডলপাড়ায় পৌঁছলে সেখানে সড়কে দাঁড়িয়ে থাকা ওই শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে গরু ভর্তি ঘাতক নসিমনটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরে নসিমনটি পুলিশে সোপর্দ করা হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/আগস্ট ২৬, ২০১৭)