গোপালগঞ্জে বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে জেলা শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- পিরোজপুর জেলার লাহুড়ি গ্রামের মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার ছেলে রাহাত মৃধা (৫)।
গোপলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোল্ডেন লাইন’ পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরে যাচ্ছিল। বেদগ্রাম এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
বাসযাত্রীদের মধ্যে এক শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৭)