যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বন্যার আশঙ্কা
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত ১৩বছরের মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় ক্যাটেগরি ফোর হারিকেন 'হার্ভে' যতটা না ক্ষতি করেছে, তারচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে হঠাৎ বন্যার ভয়।
রাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন যে, এখন তার মূল উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড বৃষ্টিতে নাটকীয়ভাবে দেখা দেয়া বন্যার আশঙ্কা। খবর- বিবিসির।
উপকূলে আঘাত হানার পর হারিকেন 'হার্ভে' দূর্বল হয়ে পরিণত হয়েছে মৌসুমি ঝড়ে।
কিন্তু এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত টেক্সাসে এক প্রলয়ঙ্করী এবং প্রাণনাশী বন্যার কারণ হয়ে দাড়াতে পারে- এমনটাই জানাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার- এনএইচসি।
হার্ভে যে দুইটি শহরের ওপর দিয়ে বয়ে গেছে, সেই হুস্টন আর কর্পাস ক্রিস্টিতে এরইমধ্যে পঞ্চাশ সেন্টিমিটারের ওপর বৃষ্টিপাত হয়ে গেছে, আর সেটা অব্যাহতও রয়েছে। মিস্টার অ্যাবট আরো বলেন যে, স্থানীয় নদীর পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে, কর্তৃপক্ষ একটি জেলখানা থেকে পাঁচ হাজারের মতো কয়েদিদের নিরাপদে সরিয়ে নিয়েছে।
রকপট শহরে ঝড়ে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। শহরটির মেয়র চালর্স ওয়াক্সের বর্ণনায় ঝড়টি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে শহরের ঘরবাড়িগুলোকে।
ওয়াক্স বলছেন, "সব ধরনের নাগরিক সুবিধা বিঘ্নিত হয়েছে এখানে। যোগাযোগের মাধ্যমের ক্ষতি হয়েছে, ইন্টারনেট নেই, সেলুলার কিংবা ল্যান্ড ফোনের লাইনও নিষ্ক্রিয়। আমরা সার্বিক ক্ষতি নিরূপণের চেষ্টা চালাচ্ছি, যন্ত্রের সাহায্যে উদ্ধারকারী দল চেষ্টা করছে রাস্তা তৈরি করে নাগরিকদের কাছে পৌছাতে, তাদের প্রয়োজন মেটাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালালেও ঝড়ে ভীষণভাবে ধ্বংস হওয়ায় খুব কমই আমরা তাদের সাড়া দিতে পারছি। "
কর্তৃপক্ষ বলছে তিন লাখের মতো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন। এছাড়া বন্যার পাশাপাশি ভূমি ধসের ঘটনাও ঘটেছে কর্পাস ক্রিস্টি আর রকপট শহরে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে আসবেন।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৭)