ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকার বোমা বিস্ফোরণে এক জঙ্গি ঘটনাস্থলেই নিহত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) রাতে ওই এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় বোমার স্প্রিন্টারে আহত তার স্ত্রী ও শিশু সন্তান হাসপাতালে যাবার কথা বলে পালিয়ে গেছে। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। ঘরের ভিতরে আরো বোমা অথবা কেউ জীবিত আছে কিনা, তা পুলিশ নিশ্চিত নয়। রাত ৮টায় ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বোমা বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক আলিম উদ্দিনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পালিয়ে যাওয়া ওই জঙ্গির স্ত্রী ও সন্তানকে খুঁজছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাশর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে ২০/২৫টি টিনসেড ঘরে ভাড়াটিয়া রয়েছে। গত দু’দিন আগে নিহত ওই জঙ্গি গার্মেন্টেসে চাকুরির কথা বলে একটি টিনসেড ঘর ভাড়া নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘরের ভিতর বোমা বানানোর সময় আকস্মিক বিস্ফোরণ ঘটলে মারা যায় ওই জঙ্গি। এসময় তার স্ত্রী ঘরের বাইরে রান্না করছিল এবং শিশু সন্তানটি খেলা করছিল। বোমায় স্প্রিন্টারে স্ত্রী-সন্তানও আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই নারী তার শিশু সন্তানকে হাসপাতালে যাবার কথা বলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভালুকা পুলিশ পৌঁছে বাড়িটি ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানান, আলিম উদ্দিনের বাড়িতে ২০/২৫টি টিনসেড ঘরে বিভিন্ন গার্মেন্টের কর্মীরা ভাড়া থাকেন। সন্ধ্যার একটু আগে ওই বাড়ির একটি ঘর থেকে বিকট শব্দ হয়। তারা একজনের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণের সাথে সাথেই ওই জঙ্গির স্ত্রী তার শিশু সন্তানকে নিয়ে নিজেই হাসপাতালের কথা বলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২৭, ২০১৭)