শেখ হাসিনার বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে : তাপস
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দু’বার স্বাধীনতা পেয়েছি। একবার ৭১ সালের মুক্তিযুদ্ধে, আরেকবার ইন্দিরা গান্ধীর প্রথম সাক্ষাতে যে বঙ্গবন্ধু বলেছিলেন মিত্র বাহিনী সরিয়ে নেন তখন। বঙ্গবন্ধু বীরত্বের সাথে মৃত্যুকে আলিঙ্গন করে পুরো বিশ্বে নজির সৃষ্টি করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে কিন্ত তাকে এতবার হত্যাচেষ্টার পরও তিনি বিচলিত হননি।’
রবিবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আইনজীবী সমিতির এক আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি।
তাপস বলেন, ‘১৫ আগস্টের শোক দিবসে এবারও হামলার পরিকল্পনা হয়েছিল কিন্তু পুলিশ সদস্যদের তৎপরতায় এবারো তিনি দেশবাসীর দোয়ায় বেঁচে গেছেন। দেশ এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। দেশের বিরুদ্ধে এখন নানা ষড়যন্ত্র হচ্ছে, সবদিক থেকে পরাজিত হয়ে এখন তারা বিচার বিভাগকে কলুষিত করার ষড়যন্ত্রে নেমেছে। জুডিশিয়াল এলআরপি নষ্ট করার পায়তারা করছে একটি মহল, এটি করে তারা অন্য একটি অপশক্তিকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, প্রশবিদ্ধ করতে চাচ্ছে বিচার ব্যবস্থাকে।’
এসময় তিনি আরও বলেন, ‘এই ষড়যন্ত্রকারীদের জনগন ভালো করে চিনে ও জানে। ডা. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নাকে তিনি বলেন, আপনারা বেঈমান। বেঈমানীর একটা সীমা থাকে, ডা. কামাল আপনাকে সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু তা না হলে আপনাকে কেউ চিনতনা, আর মান্না আপনাকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক করে সম্মান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাকে এটি না করতো তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় ঘুরতেন। এদের বিরুদ্ধে সকলতে সতর্ক ও সচেতন থাকতে হবে। সাহস থাকলে নির্বাচনে আসেন গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হবে তবে কোন ছিনিমিনি খেলবেন না, যদি আপনারা জয়ী হন আমরা ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো।’
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আল মুজাহিদ পলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম আহবায়ক বাসেত মজুমদার, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট খোকন সাহা, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়েল প্রমুখ।
(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২৭, ২০১৭)