বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানার এলাকা থেকে একটি পিস্তল ও গুলিসহ আক্তার হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়।

আটক আক্তার হোসেন শার্শা কাজিরবের গ্রামের আব্দুল আজিজের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা নাভারন বাজারে অস্ত্র কেনা-বেচা করছে। এ সংবাদে ভিত্তিতে ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও গুলিসহ আক্তার হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৭)