আফগান তালিবানরা পাকিস্তান থেকে কার্যক্রম চালাচ্ছে
দ্য রিপোর্ট ডেস্ক : আফগান তালেবানদের নেতারা যে পাকিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন আফগানিস্তানে মার্কিন ও নেটো বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন।
আফগান এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। খবর- বিবিসির।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান বিষয়ে তার নতুন কৌশল ঘোষণার পর থেকে সংবাদমাধ্যমে সাক্ষাতকারে আফগানিস্তান ও তালেবানদের বিষয়ে বিস্তর কথাবার্তা বলছেন আফগানিস্তানে মার্কিন ও নেটো বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন।
ট্রাম্প তার ঘোষণায় বলেছিলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী যে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে, পাকিস্তান তার দেশের মাটিতে সেই সন্ত্রাসীদেরই জায়গা দিচ্ছে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নাকচ করে দেন ডোনাল্ড ট্রাম্প।
সেই পটভূমিতে কমান্ডার জন নিকলসন বলেছেন, আফগান তালেবানদের নেতারা যে পাকিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করছেন সেটি যুক্তরাষ্ট্রের জানা আছে।
আফগান এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, পাকিস্তানের উচিত কোয়েটা ও পেশোয়ারের মতো শহরে তালেবান নেতাদের উপস্থিতির বিষয়টি মোকাবেলা করা।
তিনি বলেন, ওয়াশিংটন ও ইসলামাবাদ বিষয়টি নিয়ে একান্তে আলাপ করছে।
ওদিকে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।
যাদের মধ্যে সৈনিক ও বেসামরিক নাগরিক রয়েছে।
এছাড়া হেলমান্দের নাওয়া শহরে সামরিক যানবাহনে হামলায় ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র।
মাত্র এক মাস আগে তালেবান যোদ্ধাদের কাছ থেকে নাওয়া শহরের নিয়ন্ত্রণ নিয়েছিলো আফগান নিরাপত্তা বাহিনী।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৭)