দ্য রিপোর্ট ডেস্ক : গত শুক্রবার লন্ডনের বাকিংহামে রানির প্রাসাদের সামনে ৪ ফুট লম্বা তরবারি ঘুরিয়ে তিনজন পুলিশ কর্মকর্তাকে জখম করার ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। খবর- বিবিসির।

৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে জঙ্গি অপরাধে জড়িত সন্দেহেই আটক করা হয়েছে, তা ছাড়া পশ্চিম লন্ডনের একটি বাড়িতেও তল্লাসি চালানো হয়।

ব্রিটেনের রানির লন্ডনের সরকারি বাসভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেওয়ার একটি ঘটনার পরই এই গ্রেফতার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলেই পুলিশ ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে - যাকে এখনও হেফাজতে রাখা হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ডের জঙ্গী-দমন বিভাগের প্রধান ডিন হেডন জানান, এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে তার গাড়ি চালিয়ে দেওয়ার পর তিনজন পুলিশ কর্মকর্তা তাকে ঘিরে ধরেন।

ওই ব্যক্তি বারবার 'আল্লাহু আকবর' বলে চিৎকার করছিল - তখন তাকে দ্রুত নিবৃত্ত করতে সিএস গ্যাস ব্যবহার করা হয় বলে কমান্ডার হেডন জানান।

তিনজন নিরস্ত্র ওয়েস্টমিনস্টার পুলিশ কর্মী এই ঘটনায় অল্প জখম হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তবে ওই ঘটনার সময় রাজপরিবারের কোনও সদস্য বাকিংহাম প্রাসাদে ছিলেন না বলেই জানা গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৭)