দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ বৌবাজারের এলাকায় একটি বাসায় সায়েম (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ আগস্ট) বেলা পৌনে ২টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সায়েম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সগিরপুর গ্রামের সিএনজি চালক কামাল হোসেনের ছেলে। বর্তমানে হাজারীবাগ বৌবাজার পুলিশ ফাঁড়ি এলাকার এলাকার একটি ৪তলা বাসার নিচ তলা পরিবারেরর সাথে ভাড়া থাকতো।

বাবা কামাল হোসেন জানান, ২ ভায়ের মধ্যে সায়েম বড়। সে বেকার ছিলো এবং বাসাতেই থাকতো। পাশের বাসার মীম নামের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এজন্য ওই মেয়ের মা গতকাল সায়েমদের বাসায় এসে বাবা মার কাছে নালিশ দেন। পরে বাবা মা দুজনেই সায়েমকে বকাঝকা দেন। এজন্য মন খারাপ করে ছিলো তার। গতরাতে খাবারও খায়নি। সকালে বাবা মা দুজনেই বাসার বাইরে গেলে বাসার ভেতরে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে তারা বাসায় ফিরে এসে দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/আগস্ট ২৮, ২০১৭)