জাজের সিনেমায় জুটিবদ্ধ রোশান-ববি
দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় জুটি বেঁধেছেন রোশান ও ববি। ছবির নাম ‘বেপরোয়া’। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। রাজধানীর হোটেল সোনারগাঁওতে রবিবার সন্ধ্যায় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে জাজের কর্ণধার আব্দুল আজিজ জানালেন, সিনেমাটি নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করা হবে। এর আগে জাজের কোনো সিনেমা কাউকে উৎসর্গ করা হয়নি বলেও জানান তিনি।
‘বেপরোয়া’ পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ্র। প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন রোশান ও ববি। নির্মাতা, নায়ক ও নায়িকাসহ সিনেমার অন্যান্য কলাকুশলিরাও উপস্থিত ছিলেন মহরতে। সিনেমাটিতে আরও অভিনয় করবেন কাজী হায়াত, রেবেকা, শহীদুল আলম সাচ্চু, ডা. এজাজ প্রমুখ।
(দ্য রিপোর্ট/পিএস/এপি/আগস্ট ২৮, ২০১৭)