হোটেলে আটকা পড়েছেন আলিয়া ভাট!
দ্য রিপোর্ট ডেস্ক : ধর্ষণ মামলায় ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহ আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হতেই গোটা হরিয়ানায় তাণ্ডব চালিয়েছেন তার ভক্তরা। তার আঁচ পড়েছে বলিউডেও।
আলিয়া ভাট ও ভিকি কৌশলের নতুন ছবি ‘রাজি’র শুটিং হওয়ার কথা ছিল পাতিয়ালায়। এমন পরিস্থিতিতে আপাতত অনির্দিষ্ট কালের জন্য আটকে গিয়েছে পরিচালক মেঘনা গুলজারের এই ছবির শুটিং।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গত শুক্রবার পাতিয়ালা পৌঁছায় গোটা ইউনিট। কিন্তু পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুটিং ‘প্যাক-আপ’ করার নির্দেশ দেন পরিচালক।
নির্মাতা জানান, পাতিয়ালায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু এই পরিস্থিতির কারণে শুটিংয়ের যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সাহস পাননি তারা। ফলে শুটিং আপাতত বন্ধ রয়েছে।
গোটা ইউনিট শুক্রবার থেকে হোটেলেই রয়েছে। কবে থেকে শুটিং ফের চালু করা যাবে তাও এখনও পরিষ্কার হয়নি।
পরিচালক জানিয়েছেন, সে ক্ষেত্রে লোকেশন বদল করার কথাও ভাবা হতে পারে।
(দ্য রিপোর্ট/পিএস/এনটি/আগস্ট ২৯, ২০১৭)