বুশরার 'গল্প হবি আয়'
দ্য রিপোর্ট প্রতিবেদক : এবারের ঈদে বুশরা শাহরিয়ার আসছেন নতুন চমক নিয়ে। কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক অরিন্দম চ্যাটার্জির সুর ও প্রসেনের কথায় 'গল্প হবি আয়' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন বুশরা।
একটি মিষ্টি প্রেমের গল্পকে কেন্দ্র করে সম্প্রতি ভারতের মাসুরি, দেরাদুন, রিশিকেশের চমৎকার লোকেশানে এই মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মিত হচ্ছে শ্রী ভেঙ্কাটেশ ফিল্মসের ব্যানার থেকে।
ভিডিওটির নির্দেশনা দিয়েছেন স্বনামধন্য পরিচালক ঋক বসু। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন প্রসেনজিৎ চৌধুরী। অভিনয় করেছেন রিদ্ধিশ চৌধুরী, তানিয়া, সুতাপা, তনুমিতা প্রমুখ।
বুশরা শাহরিয়ার জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মিউজিক ভিডিওটি ইউটিউব’সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
(দ্য রিপোর্ট/পিএস/এনটি/আগস্ট ২৯, ২০১৭)