বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বরিশাল অফিস : জেলার মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে আরিফা (২) নামে এক শিশু ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টায় এই ঘটনা ঘটে। আরিফা ওই গ্রামের হুমায়ুন কবির মোল্লার মেয়ে।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে আরিফার বাড়ির পাশেই একটি ডোবা ছিলো। ওই ডোবার ধারেই আরিফা খেলতে গিয়ে সেখানে পড়ে যায়। পরে খোঁজ পেয়ে স্বজনরা উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ২৯, ২০১৭)