দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে একটি ব্যাংকে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

মঙ্গলবার (২৯ আগস্ট) এক বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক থেকে অর্থ তোলার জন্য ব্যাংকটিতে গ্রাহকদের ব্যাপক ভীড় ছিল। হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করেছে তালেবান। বেতন তুলতে আসা সেনা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে তালেবান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, অত্যন্ত সুরক্ষিত এলাকায় অবস্থিত কাবুল ব্যাংকের প্রবেশ পথে বিস্ফোরণটি ঘটানো হয়। এতে অন্তত পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কাবুলে চালানো হামলায় ২০৯ জন বেসামরিক নিহত ও ৭৭৭ জন আহত হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে দাবি করা হয়, আফগান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কারণে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। ট্রাম্প বলেছিলেন, আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সব গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের লড়াই আরও বিস্তৃত করবো।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩০, ২০১৭)