দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ইদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় হতে শুরু করেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। টার্মিনালের পন্টুনে তিল পরিমাণ জায়গা ছিল না। বেশির ভাগ লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা নদীবন্দর ত্যাগ করেছে।

সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে সকল লঞ্চ ছেড়ে যাচ্ছে।

বরিশাল যাওয়ার অপেক্ষারত লঞ্চের যাত্রী আবদুল্লাহ আজাদ জানান, ‘অপেক্ষা করছি কখন লঞ্চ ছাড়বে। যদিও অনেক ভিড় তবুও সেটা উপেক্ষা করে যেতে হবে।’

এ বিষয়ে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার উপদেষ্টা গোলাম কিবরিয়া বলেন, পোশাক কারখানা ছুটি হলে বৃহস্পতিবার যাত্রীদের চাপ বাড়বে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)