কুমিল্লায় ছোট ভাইকে ছাত্রলীগ নেতা ভাইয়ের গুলি
কুমিল্লা প্রতিনিধ : কুমিল্লার বুড়িচংয়ে সাইফুল ইসলাম বাদল নামের এক ছাত্রলীগ নেতা তার আপন ছোট ভাইকে লক্ষ্য করে গুলি করেছেন। রিভলবারটির গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগায় প্রাণে বেঁচে যায় ওই নেতার ছোট ভাই।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে গুলি ছোড়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও ছাত্রলীগ নেতার কক্ষ থেকে দুটি রামদা উদ্ধার করে।
অভিযুক্ত সাইফুল বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা৷
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বুধবার রাতে সাংবাদিকদের জানান, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম বাদলকে (৩০) তার বাবা কোরবানির জন্য কেনা গরুটি তার ভগ্নীপতিকে দেখাতে বলেন। এতে সাইফুল অপারগতা প্রকাশ করে তার ছোট ভাই মো. বাপ্পিকে গরুটি দেখানোর জন্য বলেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম বাদল দৌঁড়ে তার ঘরে গিয়ে একটি রিভলবার নিয়ে ছোট ভাই বাপ্পিকে লক্ষ্য করে গুলি করে।
ভাগ্যক্রমে বাপ্পি মাটিতে শুয়ে পড়লে গুলিটি পেছনের একটি দেয়ালে বিদ্ধ হয়।
তিনি আরও বলেন, এ সময় পরিবারের অন্য সদস্যরা দৌড়ে এসে বাদলের কাছ থেকে রিভলবারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে শান্ত করে নিজের কক্ষে পাঠান। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এ আশঙ্কায় বাদলের বাবা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স টু বোরের রিভলবারের গুলির খোসা ও বাদলের কক্ষে তল্লাশি চালিয়ে দুটি রামদা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মনোজ কুমার দে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)