নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংকসংলগ্ন এলাকায় পারিবারিক কলহের জের ধরে শিশুপুত্রসহ এক ব্যক্তি গায়ে পেট্রল ঢেলে আত্মতহ্যার চেষ্টা করেছেন।

বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মাহবুব (২৭) ও তার ছেলে আবির (৫)।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুরের সঙ্গে তার স্ত্রীর কয়েকদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে মাহবুবের স্ত্রী তার শিশুসন্তান আবিরকে রেখে বাবার বাড়ি চলে যায়। এতে মাহবুবের সঙ্গে তার বাবার মতবিরোধ দেখা দেয়। এ ঘটনায় মাহবুব তার ছেলে আবিরকে নিয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহননের চেষ্টা করেন।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মাহবুব অনেকটা নেশাগ্রস্ত। তবে ঘটনাটি পারিবারিক কারণেই ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)