মুম্বাইয়ে পাঁচতলা ভবন ধসে নিহত ৩
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের মুম্বাইয়ের ভেন্ডি বাজার এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে ধ্বংসস্তূপের নিচে ৩০ জনের বেশি লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর- এনডিটিভির।
ধসে পড়া ভবনটি থেকে চারজনকে উদ্ধারের পর আরও ৩০ জনেরও বেশি মানুষ আটকা পড়ে আছেন সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবরে বলা হয়, ব্যস্ততম একটি বাজারে ওই ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এনডিআরএফের সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, মাওলানা শওকত আলি রোডের ‘আরসিওয়ালা বিল্ডিং’ নামে নড়বড়ে ভবনটিতে বহু লোক বসবাস করতেন।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)