দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ঈদগাহে ঈদের জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনোকিছু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনোকিছু নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো ধরনের ব্যাগ, ভ্যানিটি ভ্যাগ, দিয়াশলাই ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার অনুরোধ করছি। আমরা আশা করছি মুসল্লিরা তল্লাশির কাজে পুলিশকে সহায়তা করবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)