বরিশাল অফিস : সৗদি আরবের সঙ্গে মিল রেখে প্রত্যেক বছরের ন্যায় এবারো বরিশালের কাদেরিয়া, চিশতিয়া তরিকার অনুসারি কয়েক হাজার পরিবার শুক্রবার (১ সেপ্টেমবর) আগাম পবিত্র কোরবানির ঈদ উদযাপন করেছেন।

 

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী দায়রা বাড়ি জামে মসজিদ, ২২ নং ওয়ার্ডের জিয়াসড়ক শাহ্সুফি মমতাজিয়া মসজিদ মাঠ প্রাঙ্গনে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ জামায়াতের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় এখানে ঈদের নামাজের জামাত শুরু হয়।

চিশতিয়া তরিকার অনুসারি মো.মতিন মিয়া বলেন, তাদের মসজিদ ছাড়াও বাবুগঞ্জ উপজেলার, মাধবপাশা, কেদারপুর, নিশানবাড়িয়া, হাজি বাশকাটি, বাকেরগঞ্জ উপজেলার সুন্দর কাটিতে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে মসজিদ হিজলা-মুলাদী ও বাকেরগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ওই সব এলাকায় বৃহষ্পতিবার রাত থেকেই ঈদের আমেজ ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ঈদের নামাজ আদায় করেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০১, ২০১৭)