নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলির হেলপার সুজন শেখ (৩০) নিহত হয়েছে। এ সময় ট্রলির চালক আল আমিন (৩৫) গুরুতর আহত হয়েছেন।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়ার বেন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন খুলনার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মালবাহি একটি ট্রলি কালিয়া থেকে খুলনার দিকে যাওয়ার সময় বেন্দা এলাকার কাজী ভিলার সামনে পৌঁছালে একটি লেগুনাকে পাশ কাটিয়ে সামনের দিকে যায়। এ সময় বিপরীত দিক খুলনা থেকে কালিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলিটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ট্রলির হেলপার সুজন চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কালিযা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত ড্রাইভার এক্ই গ্রামের আল আমিনকে (৩৫) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচকে গেলেও যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শমসের আলী দ্য রিপোর্টকে ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলির হেলপার সুজন শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালক আল আমিন গুরুতর আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০১, ২০১৭)