কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের নাফ নদীতে ভাসমান অবস্থায় আরো ১৬ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পয়েন্ট থেকে ১৫ জন ও শাহপরীর দ্বীপ থেকে একজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে তিন দিনে সমুদ্রসৈকত থেকে নারী-শিশুসহ মোট ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন সাংবাদিকদের জানান, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নাফ নদীতে মঙ্গলবার রাতের যেকোনো সময় ঢেউয়ের তোড়ে রোহিঙ্গাভর্তি নৌকা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বুধবার সকালে সমুদ্রসৈকত থেকে দুই নারী ও দুই শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়। এর পর বৃহস্পতিবার শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ শুক্রবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পয়েন্ট থেকে ১৫ জন ও শাহপরীর দ্বীপ থেকে একজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০১, ২০১৭)