দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে দলের কার্যনিবাহী সংসদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।

এরপর তিনি দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৭)