সুনামগঞ্জে কৃষক লীগ নেতা ছুরিকাঘাতে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ির পয়েন্টে জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক জুনেদ আহমদকে (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহজনকভাবে জুনেদের শ্যালক আব্দুল মতিনকে (৩২) আটক করেছে পুলিশ।
নিহত জুনেদ আহমদ শহরতলীর মাইজবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে। আটক আব্দুল মতিন একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে জুনেদ বাড়ির পাশে যান। এ সময় হঠাৎ কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আটক আব্দুল মতিন নিহত জুনেদের শ্যালক। বেশ কিছু দিন আগে টাকা পয়সার বিরোধ নিয়ে জুনেদ তার শ্যালক মতিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ বিরোধের জেরে খুন হতে পারেন জুনেদ। এ আশঙ্কায় মতিনকে আটক করেছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৭)