বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে ২৬ লাখ হুন্ডির টাকাসহ দীপঙ্কর ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্প সদস্যরা তাকে আটক করেন।

আটক দীপঙ্কর ঘোষ ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বারাসাত এলাকার দেবেন্দ্রনাথ ঘোষের ছেলে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওযাহাব জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি এক হুন্ডি পাচারকারী পাসপোর্টের মাধ্যমে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে সীমান্ত পার হয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে। এমন সংবাদে সঙ্গী ফোর্স নিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ সময় তার দেহ তল্লাশি করে ২৬ লাখ টাকা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৭)