দ্য রিপোর্ট ডেস্ক : আরও উন্নত প্রযুক্তির পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া। ‘ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ এই হাইড্রোজেন বোমাটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে সংযোজন করা যাবে বলে দাবি দেশটির।

দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম একটি ছবি প্রকাশ করেছে, যেখানে উত্তর কোরীয় নেতা কিম জং উন নতুন তৈরি করা একটি হাইড্রোজেন বোমা পর্যবেক্ষণ করতে দেখা যাচ্ছে। খবর- বিবিসির।

তবে উত্তর কোরিয়ার এই দাবি নিজস্ব কোনো মাধ্যমে যাচাই করতে পারেনি বিবিসি।

তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র তৈরিতে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। যে কোনো সময় দেশটি নতুন করে পারমানবিক বোমার পরীক্ষা চালাতে পারে।

উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির নিউক্লিয়ার উইপন্স ইনস্টিটিউটে এই হাইড্রোজেন বোমা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট উন বিজ্ঞানীদের কাজের প্রশংসা করেন এবং তাদের উৎসাহ দেন।

সর্বশেষ গত ২৯ আগস্ট উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে জাপানের আকাশসীমার ওপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রটি উড়ে তিন খণ্ড হয়ে প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে।

এর একদিন পরই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে হামলার চালানোর ঘোষণাও দেয়।

এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সামরিক তৎপরতার জবাব কথা দিয়ে হবে না।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৭)